জে, ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার রাতে হরিপুর উপজেলার বেতনা সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ৩৬৭ এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্তে নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মোদের ছেলে নাজির হোসেন(৩০) ও বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী গ্রামের আ. মজিদের ছেলে রবিউল ইসলাম (২২)।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্ত পথে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতে যাওয়ার জন্য অবৈধ পথে রওনা দেয়। ভারতের উওর দিনাজপুর জেলার গোয়ালীপুকুর থানার কাওলিয়াগড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি মারলে এতে দুইজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়।
এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হন পরে রাতেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মৃত্যু হয়৷ এ বিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেব বলেন, অবৈধ ভাবে বেতনা সিমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় গুলি বিদ্ধ হয়৷ পরে একজনকে দিনাজপুর হাসপাতালে ও একজন কে বালিয়াডাঙ্গি হাসপাতালে নিলে তাদের মৃত্যু হয়। এই বিষয়ে হরিপুর থানায় একটি মামলা রুজু করা হবে।।