রাশিয়ার তৈরি করা করোনাভাইরাসের টিকা স্পুৎনিক ভি-এর সঙ্গে সম্মিলিতভাবে নিজেদের টিকার পরীক্ষা চালাবে যুক্তরাজ্যের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা। গেল মাসে স্পুৎনিক ভি-এর উন্নয়নকারীদের পক্ষ থেকে প্রস্তাব পাওয়ার পর এই ঘোষণা দিলো আস্ট্রাজেনেকা।
২৩ নভেম্বর টুইটারে রুশ প্রতিষ্ঠানটি বলেছিল, ‘আস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা বৃদ্ধিতে দুটি মানব অ্যাডেনোভাইরাল ভেক্টর আস্ট্রাজেনেকার সঙ্গে ভাগাভাগি করতে পেরে স্পুৎনিক ভি আনন্দিত।’
শুক্রবার আস্ট্রাজেনেকা জানিয়েছে, বিভিন্ন টিকার মিশ্রণগুলো মূল্যায়ণ করা যায় তা বিবেচনা করা হচ্ছিল এবং দুটি শীতল ভাইরাস ভিত্তিক টিকাকে সমন্বয় করে সফলভাবে কীভাবে ব্যবহার করা যায় তা জানতে স্পুৎনিক ভি এর উন্নয়নকারী প্রতিষ্ঠান গামালিয়া ইনিস্টিটিউটের সঙ্গে শিগগিরই কাজ শুরু হবে।
চলতি সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আস্ট্রাজেনেকার টিকার গড় কার্যকারিতা ৭০ দশমিক ৭ শতাংশ। তবে অন্তর্বর্তী ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে গামালিয়া জানিয়েছে, তাদের স্পুৎনিক ভি টিকা ৯২ শতাংশ কার্যকর।