বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মাণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-নির্ভর চলচ্চিত্র। এটি পরিচালনা করবেন মুম্বাইয়ের ‘মাস্টার’ খ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এরই মধ্যে অডিশনের মাধ্যমে শিল্পী বাছাই সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের শৈশবের অংশে দেখা যাবে দীঘিকে।
বায়োপিকে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন দীঘি। এই মুহূর্তে শুধু এই বিষয় নিয়েই ভাবছেন তিনি। আগামী জানুয়ারিতে মুম্বাইয়ে শুরু হবে শুটিং।
প্রস্তুতি সম্পর্কে দীঘি বলেন, ‘নির্মাতার নির্দেশ অনুযায়ী নিজেকে প্রস্তুত করছি। ইতিহাস, বঙ্গবন্ধু এবং রেনু চরিত্রটি নিয়ে পড়াশোনা করছি। নিজের মধ্য ধারণ করার চেষ্টা করছি। এছাড়া অনলাইনে গ্রুমিং করা হচ্ছে। ওয়ার্কশপ নিচ্ছেন পরিচালক নিজেই। সুতরাং আমার ধ্যান-জ্ঞান এখন বঙ্গমাতাকে নিয়েই।’
জাতির পিতার বায়োপিকের শুটিং আগেই হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনার কারণে পিছিয়ে যায়। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করবেন।