অনেক লম্বা সময় ধরে একই স্মার্টফোন ব্যবহার করলে স্লো হয়ে যায়। সময়ের সঙ্গে স্মার্টফোন কিছুটা ধীর গতির হয়ে যাওয়া একটি স্বাভাবিক বিষয়। কেননা, নতুন অবস্থায় আপনার ডিভাইসটি থাকে একদম ফ্রেশ, এতে কোন অতিরিক্ত অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের ডেটা বা ক্যাশ – কোন কিছুই জমা থাকে না। এজন্য স্মার্টফোনটি থাকে অনেক ফাস্ট। তবে দিন যতই যেতে থাকে ততই ব্যবহারের ফলে প্রয়োজনেই অনেক অ্যাপ্লিকেশন আমাদের ইনস্টল করতে হয় এবং সেই অ্যাপ্লিকেশন গুলো ব্যবহারের ফলে আমাদের স্মার্টফোন হয়ে যায় ধীর গতির। তবে আপনি যদি চান যে এই ব্যাপার থেকে মুক্তি পাবেন তবে জেনে নিন কিছু টিপস।
১. ব্লটওয়্যার আন-ইনস্টল করুন।
২. শুধু মাত্র প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন সমূহ ইনস্টল করুন।
৩. ইন্টারনাল স্পেস যতটুকু ফাঁকা রাখা সম্ভব ততই ভালো।
৪. মাঝে মাঝে ক্যাশ পরিষ্কার করুন, তবে সাবধান! এই প্রসেস করতে গিয়ে অনেকেই ভুলে প্রয়োজনীয় তথ্য হারিয়ে ফেলে।
৫. সবসময় হালকা লঞ্চার ব্যবহার করবেন। হালকা বলতে আমি সিম্পল বোঝাতে চাইছি, যেমন অ্যাপেক্স বা নোভা।
৬. ব্যাটারি সেভার, র্যাম ক্লিনার, ক্যাশ ক্লিনার – ইত্যাদি টাইপের অ্যাপ এবং উইজেট আন-ইন্সটল করুন।
৭. মাঝে মাঝে প্রয়োজনীয় ডাটা ব্যাক-আপ রেখে ফ্যাক্টরি রিসেট করুন।
ওপরের টিপসগুলো খুব সহজেই করা সম্ভব এবং এগুলো চমৎকার কাজে দেয়। শুধু বাইরে ফিটফাট রাখলেইতো হবে না, ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলেই না হবে পরিপূর্ণ স্মার্টফোন।