ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শারীরিক আবেদনে হাল আমলের যেকোনো নায়িকাকে টক্কর দিতে পারেন তিনি। এ কথাই যেন আবার প্রমাণ করলেন বিকিনি পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। শীতের দিনে নেটিজেনদের উপহার দিলেন নিজের হট লুক।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে বিকিনি পরা একটি ছবি পোস্ট করেন ঋতুপর্ণা। সোশ্যাল মিডিয়ায় মুহূতেই ভাইরাল হয় তার সেই ছবি।
পোস্ট করা ছবিতে বেগুনি রঙের বিকিনিতে দেখা গেছে এ নায়িকাকে। চোখে একই রঙের রোদচশমা। খোলা চুলে সুইমিং পুলের সিঁড়িতে দাড়িয়ে আছেন। যেন প্রমাণ করে দিলেন- ওল্ড ইজ গোল্ড।
বর্তমানে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন ঋতুপর্ণা। খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে এ অভিনেত্রীর নতুন সিনেমা ‘মায়াকুমারী’। এ সিনেমায় চল্লিশের দশকের দর্শকপ্রিয় অভিনেত্রী মায়াকুমারীর চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণা নিজের ইউটিউব চ্যানেলও খুলেছেন।