যশোরে যাত্রীবাহী বাস উল্টে ২ জন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এতে আরো অন্তত ১৭ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কে সদর উপজেলার হুদোরাজাপুর গ্রামে হুদোরাজাপুরে বাসটি উল্টে যায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনাম উদ্দিন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ১১ জনের মধ্যে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বসতপুর গ্রামের সরাফাত মোল্যার ছেলে শাহিন হোসেনকে (১৬) হাসপাতালে আনার আগে মারা গেছে। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মেহেদী হাসানের (১৭) মৃত্যু হয়েছে।
তারা দুইজনে হুদোরাজাপুর হামিউস সুন্না কওমি মাদ্রাসার ছাত্র বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান এই চিকিৎসক কর্মকর্তা। চিকিৎসক এনাম উদ্দিন আরও জানান, আহদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে ৫ জনের অবস্থা সংকটাপন্ন।
আহত কয়েকজন রাইজিংবিডিকে বলেন, বাসটি মাগুরা থেকে যশোরে আসছিলো। দুপুর আড়াইটার দিকে হুদোরাজাপুরে পৌঁছলে গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার নিচে নেমে উল্টে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে যোগ দেয়।
আহত যাত্রীরা জানান, বাসে ৩০/৩৫ জন যাত্রী ছিলো। এর মধ্যে গুরুতর আহত ১১ জনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অনেকে অল্প আঘাত পেয়েছেন, তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।