না ফেরার দেশে চলে গেলেন নাট্যজন মান্নান হীরা।
বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাতে নাট্যজন মামুনুর রশীদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
মান্নান হীরা দীর্ঘদিন ধরে পথনাটক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন।
তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদি। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক। সব মিলিয়ে ১৫টি নাটক রচনা করেছেন তিনি।