যুক্তরাজ্যে করোনার টিকা ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।
দেশটির মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) কাছে ওই দুই প্রতিষ্ঠান এই আবেদন করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এক সংবাদ সম্মেলনে ম্যাট হ্যানকক বলেন, তিনি এ কথা জানাতে পেরে আনন্দিত যে যুক্তরাজ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা অনুমোদনের জন্য তারা এমএইচআরএর কাছে সম্পূর্ণ তথ্য জমা দিয়েছে।
অনুমোদন পেলে আগামী বছরের শুরুর দিকে দেশটিতে এর ব্যবহার শুরু হতে পারে।অক্সফোর্ডের টিকা অনুমোদন পেলে যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলা কিছুটা সহজ হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।যুক্তরাজ্য সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ১০০ মিলিয়ন ডোজের অর্ডার করে রেখেছে।