মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদানের প্রণোদনা বিলে সাইন না করলে ডোনাল্ট ট্রাম্পের পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন আমেরিকার নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ।
দেশটির স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার দায় এড়িয়ে যাচ্ছেন। এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
কংগ্রেসে পাস হওয়া ৮৯২ বিলিয়ন ডলারের বিলটিতে স্বাক্ষর করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বাইডেন বলেন, প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে এটিকে আইনে পরিণত করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রে করোনা মহামারি মোকাবিলায় একটি জরুরি ব্যয় বিল পাস করতে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। অবশেষে সোমবার বিলটি কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। এখন এটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে।
ট্রাম্প অবশ্য এখনও বিলটিতে স্বাক্ষর না করার ব্যাপারে অনড় রয়েছেন। এটি সংশোধন করে আমেরিকানদের জন্য ত্রাণের পরিমাণ বাড়াতে বলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওবার্তায় ট্রাম্প দাবি করেন, এ বিলটি ‘বাজে খরচ’ করাবে। তার দাবি, এটি মহামারি মোকাবিলায় কোনো ভূমিকা রাখতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি কংগ্রেসকে বলব যেন বিলটি সংশোধন করে এবং দম্পতিদের জন্য বরাদ্দকৃত ভাতার পরিমাণ ৬০০ ডলার থেকে বাড়িয়ে ২০০০ ডলার কিংবা ৪০০০ ডলার করে দিতে। অবিলম্বে এ বিল থেকে বাজে ও অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে কংগ্রেসকে বলছি। আমার কাছে গ্রহণযোগ্য একটি বিল পাঠানো হোক।’