উন্নয়নমূলক কাজের সময় রাজধানীর বিমানবন্দরে ২৫০ কেজি ওজনের আরো একটি বোমা উদ্ধার করেছে বিমান বাহিনী।
আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সোমবার (২৮ ডিসেম্বর) এই সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পাইলিংয়ের কাজ করার সময় বোমাটি দেখতে পায় শ্রমিকরা। পরে বিমান বাহিনীর বোমা বিশেষজ্ঞ দল থেকে বোমাটি উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী বোমাগুলো নিক্ষেপ করেছিল। তবে সেগুলো অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
এর আগে এ এলাকায় একই ধরনের আরও তিনটি বোমা পাওয়া যায়। পরে সেগুলো নিষ্ক্রিয় করে বিমান বাহিনীর বোমা বিশেষজ্ঞ দল।