ভোরের কুয়াশা যখন আমার শার্সি গলে আমায় ছুঁয়ে গেলো।আজ চারদিক যখন কুয়াশাচ্ছন্ন ঠিক তখনি আমার মন কেমন করে উঠলো। কি পেলাম আর কি পেলাম না, সেই হিসাব আজ নাইবা করলাম। ২০২০ যেমন নিয়েছে দিয়েছেও তেমনি। তারপর ভালোবাসা গুলো বেঁধে বেঁধে রয়েছে তোমার আমার চারপাশে।
আজ দিনের শেষটায় শুরু হয়ে গেলো সাদা তুষার বৃষ্টি। আমার অবাক নয়ন চেয়ে দেখে সেই অবাক সৃষ্টি। কোথা থেকে এসে আনন্দ দিয়ে যায় মনের গহীনে। কতদিন তোমাকে লেখা হয় না। আমার গোধূলি আকাশে আজ সেজেছে নরম নরম পেঁজা তুষারে। ঝরছে তো ঝরছেই। শুভ্র আকাশ যেন নেমে এসেছে ধরনীতলে।
তুমিতো তো আমার কাছে এক আকাশ ভালোবাসা। আজ আমার আকাশে চাঁদ নেই, তবুও চারদিক জোছনার আলোয় আলোকিত আর আমি মুগ্ধ নয়নে আকাশ মাটির খেলা দেখি।
শীতের কুহেলিকায় গাছে গাছে সবুজের সমারোহ নেই, আছে শুভ্র তুষারের আচ্ছাদন গাছে ও ঘাসে। আমি শঙ্কিত থাকি, গুটিয়ে থাকি, না পেয়ে পাওয়ার অনন্দে। আমার কল্পনায় আমার ভলোবাসারা ছুঁয়ে যায় তোমায়।
জানো তো, আগের মতো আর ভালোবাসতে পারিনা কোথায় যেন একটা বাঁধার প্রাচীর সামনে এসে দাঁড়ায়। ইচ্ছে থাকলে আগের মতো করে পারিনা তোমার গহীনে হারাতে।বলতে পারিনা আমার না বলা কথাগুলো।তারপরও অপেক্ষায় থাকি আমার না বলা কথা গুলো তোমায় বলার।
ইচ্ছে করলেও অনেক কিছুই করতে পারিনা। পারিনা তোমাকে ডাকতে, ভয় হয় যদি হারাতে হয়। কত কথা বলতে ইচ্ছে করে বলা হয় না। তবু জানি, এভাবেই চলে যাবে দিন, আসবে আগামী।ভালো থেকো ভালোবাসায়।
তোমার নীল_________________________
জেমী/টরন্টো/৩০ ডিসেম্বর ২০২০
(এবছরের শেষ চিঠি)
আনন্দ নেমে এলো চিন্ময়ী রূপে শুভ্র আকাশে