নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০০ জন নিহত হয়েছে। এতে আহতের সংখ্যা ৭৫। এই বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আলমো হাসানে।
মালি সীমান্তবর্তী নাইজারের টিচোম্বাঙয়ু গ্রামে বন্দুকধারীদের গুলিতে ৭০ জন ও জারুমদারিয়ে নামক গ্রামে ৩০ জন নিহত হয়েছে। আহতদের ওইলাম হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর পরই সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।
নাইজারের একজন আঞ্চলিক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা ১০০টি মোটরসাইকেলে চড়ে এসে দুটি গ্রাম ঘিরে ফেলে। এরপর নির্বিচারে গুলিবর্ষণ করে।
ভূবেষ্টিত আফ্রিকার দেশ নাইজার জটিল নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে ২ লাখ ৩০ হাজার উদ্বাস্তু রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত ২ লাখ ৫০ হাজার মানুষ রয়েছে।