ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উন্নয়ন করা করোনাভাইরাসের টিকার আমদানি অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
এই অনুমতির মাধ্যমে প্রথম দেশে কোনো করোনার টিকার অনুমোদন পেলো।
সোমবার (৪ জানুয়ারি) ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।
এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো।
অ্যাস্ট্রাজেনেকাকে সঙ্গে নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা এই করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে যুক্তরাজ্য, ভারত, ব্রাজিলসহ কয়েকটি দেশে। তাতে এই টিকা গড়ে ৭০ শতাংশ ক্ষেত্রে কার্যকর সুরক্ষা দিতে পেরেছে বলে গবেষকরা জানিয়েছেন।
কোভিশিল্ড নামে এই টিকার উৎপাদন ও বিপণনের সঙ্গ যুক্ত রয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তাদের সঙ্গে সরকারের করা চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাওয়ার কথা বাংলাদেশের।
ওই তিন কোটি ডোজ টিকার জন্য অগ্রিম হিসেবে ৬০০ কোটি টাকা পাঠানোর প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন।