বৃহস্পতিবার (৭ জানুয়ারি) আমেরিকার ওয়াশিংটনের পার্লামেন্ট ভবনে অধিবেশন চলার সময় ট্রাম্প সমর্থকরা হামলা চালায়। এতে নিহত হয়েছেন অন্তত চারজন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য দিয়েছেন জো বাইডেন।
জো বাইডেন তার বক্তব্যে বলেন, ‘আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে। আমরা আধুনিক যুগে যা কিছু দেখেছি তার বিপরীতে এই ঘটনা। স্বাধীনতার দুর্গের আক্রমণ। এই আক্রমণ জনগণের প্রতিনিধিদের ওপর। ক্যাপিটল হিল পুলিশ তাদের রক্ষার শপথ করেছে।’
নির্বাচিত মার্কিন এই প্রেসিডেন্ট আরো বলেন, ‘ক্যাপিটলে হামলার দৃশ্যগুলো সত্যিকারের মার্কিন যুক্তরাষ্ট্রের নয়। আমরা যা দেখছি তা হলো অনাচারে লিপ্ত কিছু সংখ্যক উগ্রবাদী। এটি ভিন্নমত নয়, এটি ব্যাধি। এটি রাষ্ট্রদ্রোহের শামিল এবং এটি এখনই শেষ হতে হবে।’
ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে সহিংসতায় শেষ খবর পাওয়া পর্যন্ত চারজন নিহত হয়েছেন। এর আগে পুলিশের গুলিতে এক নারী নিহত হন, পরে ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আহত আরো তিনজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত ৫২ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়।