মহামারি করোনাভাইরাসের নতুন স্ট্রেনটি ধীরে ধীরে বিভিন্ন দেশে ভয়ঙ্কর রূপ ধারন করছে। চীনেও এর ব্যতিক্রম হচ্ছে না। সেখানে প্রতিদিনের সংক্রমণ দ্বিগুণ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিধি-নিষেধ আরো কঠোর করা হচ্ছে বলে রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, শনিবার মূল ভূখণ্ডে ৬৯ জনের মধ্যে করোনার নতুন রূপ শনাক্ত হয়। এর আগের দিন এই সংখ্যা ছিল ৩৩।
রাজধানী বেইজিংয়ের স্বাস্থ্য কর্মকর্তা পাং শিংহু জানিয়েছেন, বেইজিংয়ের ক্যাব চালকরা নতুন করোনাভাইরাসের লক্ষণবিহীন সংক্রমণের বাহক। তাই নগরীতে ট্যাক্সিক্যাবে করে প্রবেশ করা যাত্রীদের স্বাস্থ্যকোড স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় দৈনন্দিন বুলেটিনে জানিয়েছে, শনিবার করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের ২১ জন নগরীর বাইরে থেকে আসা। স্থানীয়ভাবে সংক্রমণের শিকার ৪৮ জনের মধ্যে ৪৬ জনই হেবেই প্রদেশের।