ফারুক আহমেদ
২০২১ সালে হউক মোদের স্বপ্ন পূরণ
যে সালে কেটে যাবে ২০২০ সালের শত ক্ষত
যে সালে হারিয়েছি মোরা কত আপন জন
ভাসিয়েছি এই বুক কত আঁখির জলে !
২০২১ সালে দেখব মোরা নুতন স্বপ্ন
বসন্তের দখিনা হাওয়া বইবে নুতন করে,
ফুটবে নুতন ফুল কৃষ্ণ চূড়ায়
গাইবে কোকিল মনের আনন্দে ভালোবাসার গান
নাচবে ময়ূর মনের আনন্দে তোমার আগমনে ।
২০২১ সালে মায়ের মুখে ফুটবে হাসি
আদরের মানিকধন যাইবে পাঠশালায়
কাঁধে স্কুল বেগ, হাতে টিফিন বক্স
ধরবে নানা বায়না নতুন খাতা-কলম-পেন্সিল বক্সের
এ যেন প্রতিটি মায়ের মুখে হাসি ফোটানো নূতন আনন্দ !
২০২১ সালে প্রিয় কৃষক যাবে লাঙ্গল নিয়ে মাঠে
বুনবে মনের আনন্দে নানা ফসল, আর ফল মূল
কৃষাণী নিয়ে যাবে দুপুরের খাবার মাঠে
নিজ হাতে খাইয়ে দিবার তরে প্রিয় মানুষটিকে !
২০২১ সালে নেচে উঠবে বাংলার ৬৪ হাজার গ্রাম
বসবে হাট, বাজবে বিয়ের সানাই
চলবে নানা রঙের মিষ্টির আয়োজন
বিয়াই বাড়ির কুটুম্ব আসবে বলে !
২০২১ সালে মেতে উঠবে
কমিউনিটি সেন্টার, রিসোর্স, আর পিকনিক স্পট
ভেসে আসবে বার বি কেউ ও নানা সুসাধু
খাবারের গন্ধ ।
২০২১ সাল হবে প্রিয় মানুষের ভালোবাসার স্বর্ণ যোগ
যে সালে পাবে তারা
ভালোবাসার নুতন ফসল !
যে সালে প্রতিটি ভালোবাসার বাগানের যত্ন হবে
ঢালবে পানি, ফলবে গোলাপ জবা হাসনা বেলী
উড়বে লাল নীল হলুদ নানা রঙের প্রজাপতি !
যে সালে উড়বে ময়না, টিয়া, তোতা, কুটুম্ব
আর নানা রঙের পাখি
নাচবে ময়ূর মোদের মোদের এই সুন্দর পৃথিবীতে !
২০২১ সাল এসো মোদের কাছে এমনি করে
পুরানো ক্লান্তি, জীর্ণতা মুছে দিয়ে
আনন্দ, মমতা আর ভালোবাসার ছোঁয়া দিয়ে
ভরিয়ে দিও মোদের সবারে এমনি করে ।