যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের হার অনেক বেশি। যার কারণে স্থানীয় হাসপাতালের মর্গগুলোতে মৃতদেহ রাখার মতো জায়গা হচ্ছে না। তাই সেই হাসপাতালগুলোতে ব্রিটিশ কর্তৃপক্ষ অস্থায়ী মর্গ নির্মাণ শুরু করেছে।
মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, লন্ডনের দক্ষিণের এলাকা সুরির হাসপাতালের মর্গে ৬০০ মৃতদেহ রাখা যেত। এই মর্গটি এখন লাশে পূর্ণ। এর মানে হচ্ছে, স্থানীয় কর্তৃপক্ষকে এখন অস্থায়ী মর্গ তৈরি করতে হবে।
সুরি রেজিলেন্স ফোরামের এক মুখপাত্র বলেছেন, ‘দুঃখজনকভাবে যেসব রোগী মারা গেছেন তাদের দেহ ওয়ার্ডে ফেলে রাখা এড়াতে কিংবা আমরা বিদেশে বারান্দায় লাশ ফেলে রাখার যে দৃশ্য দেখেছি তা এড়াতে মর্গ ধারণক্ষমতার সীমা অতিক্রম করার পর তারা অস্থায়ী মর্গের জন্য এবং মৃতদেহ সংগ্রহের জন্য যোগাযোগ করেছে।’
লেদারহিডে প্রতিরক্ষা দপ্তরের এই প্রাক্তন কর্মকর্তা জানান, বর্তমানে প্রায় ১৭০টি মৃতদেহ হিডলে কোর্টে রাখা হয়েছে।
একই ধরনের মর্গ লন্ডন, কেন্ট ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাজ্যে করোনায় এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশ্বে করোনায় মৃতের তালিকায় দেশটির অবস্থান এখন পঞ্চম।