ইন্দোনেশিয়াতে মহামারি করোনাভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে অন্য দেশের তুলনায় ভিন্ন পথে হাঁটছে। বিশ্বের আর বাকী দেশগুলো যেখানে টিকার ক্ষেত্রে বৃদ্ধ বা বয়স্কদের অগ্রাধিকার দিচ্ছে, সেখানে ইন্দোনেশিয়া অগ্রাধিকার দিচ্ছে তরুণদের।
বুধবার (১৩ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
করোনার বিস্তার রোধে লড়াইকৃত সম্মুখযোদ্ধাদের পর ১৮ থেকে ৫৯ বছর বয়সি ব্যক্তিদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে ইন্দোনেশিয়া সরকার। বুধবার দেশটিতে প্রথম ব্যক্তি হিসেবে টিকা পেয়েছেন জোকো উইদোদো। মজার ব্যাপার হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিনের বয়স ৭৭ বছর হওয়ায় তিনি শিগগিরই করোনার টিকা পাচ্ছেন না।
এই ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছেন অধ্যাপক আমিন সোয়েবানদ্রিও। তার মতে, এর মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা দ্রুত গড়ে উঠেবে।এবং এটাই হবে বুদ্ধিমানের কাজ।
তিনি বলেছেন, ‘এই শ্রেণির মানুষ বাড়ি থেকে বের হয়, সব জায়গায় যায় এবং রাতে তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরে আসে। আমরা সেসব লোককে টার্গেট বানিয়েছি, যারা ভাইরাসের বিস্তার ঘটায়।’
অধ্যাপক আমিন জানান, এই প্রক্রিয়া দেশের জন্য জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনের সবচেয়ে বড় সুযোগ।