রেজাউল ইসলাম: ২০০৮ সালে প্রস্তাবিত Keystone XL pipeline প্রায় ১৯৩০ কিলোমিটার দীর্ঘ। এই বছর ২৫৯ কিলোমিটার পাইপলাইন আলবার্টায় নির্মানাধীন রয়েছে।এই পাইপ লাইনের মাধ্যমে প্রতিদিন ৮৩০,০০০ ব্যারেল তেল আলবার্টা থেকে আমেরিকার নেব্রাস্কা পর্যন্ত সরবরাহ করা হবে। তবে এই পাইপলাইন প্রজেক্ট আবহাওয়া,পরিবেশ, ইকোসিস্টেম,খাবার পানি, বন্য প্রাণী এবং জীব বৈচিত্রের জন্য মারাত্নক ঝুঁকিপূর্ন হওয়ায় বারাক ওবামা পাইপ লাইনের বিরুদ্ধে অবস্থান নেন। ফলে ২০১৫ সালে পাইপ লাইন নির্মান স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে ট্রাম্পের শাসন আমলে গত বছর এই পাইপ লাইন পুনরায় শুরু করার সবুজ সংকেত দেওয়া হয়। এই পাইপ লাইন নির্মানে ৮ বিলিয়ন ইউএস ডলার ব্যয় হবে।
নিন্মে এই পজেক্টের বিস্তারিত দেওয়া হলোঃ
১) KXL will provide more than 830,000 barrels per day of crude oil to Gulf Coast Refineries Covers 1,947 kilometres from Hardisty, Alberta, to Steele City, Nebraska
২) 259 kilometres of pipelines will be constructed in Alberta
৩) At least 6,800 direct and indirect jobs in Alberta and over 15,000 direct and indirect jobs in Canada
৪) Project is expected to be completed in 2023 Financial details (CDN$) Government of Alberta will contribute up to $1.5B (CAD) in equity investment in 2020 The government will backstop this project with a $6 billion loan guarantee in 2021 TC Energy will reimburse the government of Alberta 12 months after the oil is flowing through the year.
ডেমোক্রেটিক পার্টি এবারের নির্বাচনে তাদের মেনোফেস্টতে এই পাইপলাইন বাতিলের প্রতিশ্রুতি অর্ন্তভুক্ত করে। ফলে জো বাইডেন অভিষেক অনুষ্ঠানের পর পরই এক এক্সিকিউটিভ অর্ডারে এই পাইপলাইন বাতিল করে দেন। এর ফলে এই পাইপলাইন প্রকল্পের সাথে যুক্ত অসংখ্য নির্মান কর্মি বেকার হয়ে পড়বে এবং ইতিমধ্যে এই প্রকল্পে ব্যয় করা অর্থ নিষ্ফল হয়ে যাবে। জো বাইডেনের এমন সিদ্ধান্ত ক্যানাডিয়ানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আলোচনা ছাড়াই এই একতরফা বাতিলের আদেশ কানাডার জন্য অপমানজনক। ইতিমধ্যে আলবার্টার কর্জাভেটিভ পার্টির প্রিমিয়ার জেসন ক্যানি বাইডেন সরকার পাইপলাইন বাতিলের সিদ্ধান্ত পুর্নবিবেচনা না করলে আমেরিকার উপর বানিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের জন্য ফেডারেল সরকারকে অনুরোধ করেছেন। এদিকে এই পাইপলাইন প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে এনডিপি এবং গ্রীন পার্টিসহ পরিবেশবাদীরা স্বাগত জানিয়েছেন।
ছবি:উরাক্তিভ