বাংলাদেশ আবারো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজকে। ১২ বছর পর হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ।
রোভম্যান পাওয়েলকে ফেরানোর পর ৩ রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় উইন্ডিজ। ৪৪তম ওভারের প্রথম বলে রেমন রেইফার দ্বিতীয় রান নিতে গেলে নাজমুল হোসেন শান্তর থ্রো থেকে বোলার মোহাম্মদ সাইফ উদ্দিন নন স্ট্রাইকার প্রান্তের স্ট্যাম্প ভাঙেন। ১১ রানে আউট হন আলজারি জোসেফ।
ওই ওভারের চতুর্থ বলে আকিল হোসেনকে খালি হাতে ফেরান সাইফ। মুশফিকুর রহিমের ক্যাচ হন আকিল। পরের ওভারে তাসকিন আহমেদ ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেটটি তুলে নেন। রেইফারকে ২৭ রানে ফিরতি ক্যাচে মাঠ ছাড়া করেন বাংলাদেশের পেসার। তাতে ১৭৭ রানে সফরকারীদের গুটিয়ে দিয়ে ১২০ রানে জয় পায় স্বাগতিকরা।
গোটা ইনিংসে সাইফ তিন উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার। দুটি করে পান মিরাজ ও মোস্তাফিজ। ব্যাট হাতে ৬৪ রান ও উইকেটের পেছনে চারটি ক্যাচ ধরা মুশফিকুর রহিম হয়েছেন ম্যাচসেরা। সিরিজের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান।
এর আগে ব্যাটিং করে বাংলাদেশ ৫০ ওভার শেষে ২৯৭ রান সংগ্রহ করে। দলের হয়ে তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ অর্ধশত রান করেন।