রেজাউল ইসলাম:মর্ডানা তার ভ্যাক্সিনের কিছু সরবরাহ বিলম্বে পাঠানোর ঘোষণা দেওয়ায় কানাডা আবারো প্রানঘাতী কোরোনা ভাইরাস থেকে দেশের জনগনকে রক্ষার কার্যক্রমে পিছিয়ে পড়লো। ম্যাসাচুয়েস্ট-ভিত্তিক কোম্পানী কানাডাতে পরের সপ্তাহে যে ২৩০৪০০শর্ট ভ্যাক্সিন এবং আরো ২৪৯৬০০শর্ট ভ্যাক্সিন পরের তিন সপ্তাহে পাঠানোর পরিকল্পানা করে রেখেছিল এই ঘোষণার মধ্য দিয়ে তার অবসান হলো।
কানাডা এখন ইতিপূর্বে ভ্যাক্সিন প্রাপ্তির যে রূপরেখা প্রনয়ন করেছিল মডার্নার এই ঘোষণার ফলে তা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়লো। মডার্নার এই ঘোষণার কারনে কানাডাতে ইতিপূর্বে ফেব্রুয়ারীতে প্রতিশ্রুত যে ভ্যাক্সিন পাবার কথা ছিল তা মূল পরিকল্পনা থেকে এখন ২০-২৫ শতাংশ হ্রাসকৃতভাবে আসবে। ফান্স এবং ইতালী ঔষধ নির্মাতা কোম্পানীর সাথে আলোচনা শেষে আজ একই ধরনের বিলম্বের আশংকা ব্যক্ত করেছে।
মডার্না আগামী সপ্তাহে ১৮০০০০ ডোজ হ্রাসকৃতভাবে সিপমেন্টে পরিবর্তন এনেছে। প্রাইম মিনিস্টার ট্রুডো বলেন এই সাময়িক বিলম্ব এই সত্যকে পাল্টে দিতে পারে না যে, আমরা এখনো মার্চের শেষে দুই মিলিয়ন ডোজ মডার্নার ভ্যাক্সিন পেতে যাচ্ছি।