মহামারি করোনাভাইরাসের প্রতিরোধে উন্নয়ন করা টিকা রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সমালোচনা করেছে জাতিসংঘ। জাতিসংঘ বলেছে, এই ধরনের পদক্ষেপ মহামারি আরো দীর্ঘায়িত করবে।
সম্প্রতি সরবরাহ সংকটের কারণে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিবাদে জড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর সূত্র ধরে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ২৭ দেশের এই জোট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ-প্রদান ম্যারিয়েঞ্জলা সিমাও একে ‘অত্যন্ত ভীতিজনক প্রবণতা’ বলে মন্তব্য করেছেন।
এর আগে সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছিলেন, ‘টিকা জাতীয়তাবাদ’ মহামারিকে দীর্ঘায়িত করবে।
ডাভোস এজেন্ডার ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেছেন, টিকা মজুদ রাখা মহামারিকে যন্ত্রণাদায়ক করবে এবং বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারের গতিকে ধীর করবে। এছাড়া এটি ‘সর্বনাশা নৈতিক ব্যর্থতা’ যা বৈশ্বিক অসমতাকে আরও বিস্তৃত করবে।