করোনার সময়ে খেলোয়াড়দের থাকতে হয় জৈব সুরক্ষ বলয়ে। ম্যাচ শুরুর আগে করতে হয় করোনা টেস্ট। কিন্তু একবার নয় দুইবার নয়, টানা ২৬ বার করোনা পজিটিভ হবে?
জি, এই রকমই হয়েছে বার্সেলোনার তারকা ফুটবলার সার্জিও রবার্তোর ক্ষেত্রে। স্প্যানিশ পত্রিকা মুন্ডো ডিপোরতিরো এক রিপোর্টে বিষয়টি উঠে এসেছে। গেল নভেম্বরের শেষ দিকে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যান। এই সময়ে করোনা টেস্ট করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে।
ডিসেম্বরের ১ তারিখ তার করোনা পজিটিভ আসে। এর মধ্যে ২৬ বার করোনা টেস্ট করা হলে তার শরীরে করোনা ধরা পড়ে। শেষ পর্যন্ত জানুয়ারির ৩০ তারিখ ২৭তম বারে গিয়ে নেগেটিভ আসে রবার্তোর।
রবার্তো একমাত্র ফুটবলার যিনি টানা ২৯ দিন করোনা আক্রান্ত ছিলেন। তাকেই সবচেয়ে বেশিবার টেস্ট করাতে হয়েছে।