অননুমোদিত অনলাইন নিউজ পোর্টাল শিগগিরই বন্ধ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর জীবনীভিত্তিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি খুব শিগগির, আজকের মধ্যেই বা কাল সকালে বিটিআরসিকে অননুমোদিত অনলাইন পোর্টালের তালিকা পাঠানোর। আমাদের কাছ থেকে তালিকা পেলে তারা সেগুলো বন্ধ করে দেবে।’
হাছান মাহমুদ বলেন, ‘আদালতকে আমরা জানাবো, বিটিআরসিও জানাবে যে, অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। আমার বিবেচনায় সবগুলো একসঙ্গে বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত হবে না। সে বিষয়টা আদালতকে অবহিত করব। আমরা পর্যায়ক্রমে অননুমোদিত নিউজ পোর্টালগুলো বন্ধ করব।’
কিছু অনলাইন কিছু সময়ের জন্য বন্ধ করা হয়েছিল কেন, এ প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আসলে ভুল বোঝাবুঝি হয়েছিলে। বিটিআরসি অনেকগুলো অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছিল। সেখানে দেখা গেছে, নিবন্ধিত এমনকি সরকারি ওয়েবপোর্টালও বন্ধ হয়ে গিয়েছিলে। তবে, খুব দ্রুত সেটার সমাধান হয়েছে।’
তিনি বলেন, ‘অনলাইন পোর্টাল বন্ধ চলমান প্রক্রিয়া। অনলাইন পোর্টাল অনুমোদনও চলমান প্রক্রিয়া। অনলাইন পোর্টাল যেগুলো আসলে গর্হিত কাজ করে, কিংবা সৎ উদ্দেশে পরিচালিত নয়, গুজব রটায় কিংবা ভুল সংবাদ প্রচার করে, সেগুলো বন্ধের কার্যক্রম চলবে।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ কবি ও সাংবাদিক সৌমিত্র দেব সম্পাদিত ‘উন্নয়নে উজ্জীবনে শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় মন্ত্রী বইটির সংকলক ও সম্পাদক সৌমিত্র দেবকে অভিনন্দন জানান।