মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। রোববার (২৮ মার্চ) বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কাছের শহর বাগোতে এই ঘটনা ঘটেছে।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা যখন তার (নিহত ব্যক্তি) জন্য বিপ্লবী গান গাইছিলাম তখন নিরাপত্তা বাহিনী এসে আমাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি ছোঁড়ার পর আমরা দৌড়ে পালাতে শুরু করি।’
এদিকে, রোববার পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন নিহত হয়েছে। এদের মধ্যে এক জন রাজধানী নেপিদুর কাছে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ইয়াঙ্গুনে রোববার বিকেল পর্যন্ত বড় আকারের বিক্ষোভ হয়নি। বিক্ষোভকারীদের আরেক কেন্দ্রস্থল মান্দালেতেও একই অবস্থা।
শনিবার মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ১১৪ জন নিহত। এই ‘হত্যাকাণ্ডে’ শিশুরাও রেহাই পায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।