আগুন লাগার পর ইরানি নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ গালফ অফ ওমানে ডুবে গেছে। ইরানের জাস্ক বন্দরের কাছেই খার্গ নামের এই জাহাজটিতে আগুন লাগে।
দেশটির নৌবাহিনী জানিয়েছে, আগুন নেভাতে ২০ ঘণ্টারওে বেশি সময় ধরে চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি খার্গকে।
বুধবার (২ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, জাহাজটি এক প্রশিক্ষণ মিশনে ছিল। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খার্গের নাবিকরা নিরাপদেই বের হয়েছেন। এখন পর্যন্ত জাহাজে আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।
জানা গেছে, টনের দিক থেকে ইরানিয়ান নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ খার্গ। যুক্তরাজ্যে তৈরির পর ১৯৭৭ সালে জাহাজটি পানিতে নামে। খার্গ যেখানে ডুবেছে তার কাছেই হরমুজ প্রণালী যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং লেন। এটি ইরান ও পশ্চিমা দেশগুলির মধ্যে ক্রমবর্ধমান বৈরিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে।