রাশিয়ার দেওয়া নির্ধারিত সময়েও আত্মসমর্পণ করেনি ইউক্রেনের মারিউপোলের সেনারা। স্থানীয় সময় বুধবার বিকেলে এ সময় অতিক্রান্ত হয়।
বুধভার সকালে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজভস্টাল প্ল্যান্ট থেকে ‘ইউক্রেনীয় সেনা ও জাতীয়তাবাদী জঙ্গিদের প্রত্যাহারে স্বেচ্ছায় তাদের অস্ত্র সমর্পণ এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য একটি মানবিক করিডোর খুলেছে। ১৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত, কেউ নির্দিষ্ট করিডোর ব্যবহার করেনি।’
রাশিয়া জানিয়েছে, তারা ইউক্রেনকে ‘লড়াই বন্ধ করার এবং তাদের অস্ত্র সমর্পণ করতে বুধবার মস্কোর সময় দুপুর ২টা পর্যন্ত সুযোগ দেবে।’
যুদ্ধের প্রথম দিন থেকেই মারিউপোলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। শহরটির দখল রাশিয়ার জন্য বড় কৌশলগত অর্জন হবে।
রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দুপুর ২টার আগে জানিয়েছিল, বুধবারের সময়সীমায় মাত্র পাঁচ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।