ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজী হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৩ জুন) ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ভায়েজি এমন তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনতে গেল এপ্রিল থেকে ভিয়েনায় আলোচনা চলছে। সম্প্রতি ইরান জানিয়েছিল, চুক্তিতে ফেরার আগেই যুক্তরাষ্ট্র বড় ধরনের ছাড় দেবে ওয়াশিংটন।
মাহমুদ ভায়েজি বলেছেন, ‘বীমা, তেল ও জাহাজের ওপর আরোপিত (সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে) সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে চুক্তিতে পৌঁছাতে সমঝোতা হয়েছে।’
অবশ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘আমাদের অগ্রগতি হচ্ছে, তবে এখনও কিছু সমস্যা রয়েছে যেগুলি সমাধান করতে হবে।’
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস জানিয়েছেন, তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোকে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে। কট্টরপন্থি রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তেহরানের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানো সম্ভব।