সারাবিশ্বে চলতি বচরের সেপ্টেম্বর মাস বিগত বছরগুলোর উষ্ণতার রেকর্ড ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।
গত মাসে ১৯৯১-২০২০ সালের মধ্যে সেপ্টেম্বরের গড় তাপমাত্রার চেয়ে শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং ২০২০ চেয়ে শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এল নিনোর প্রভাব ছাড়াও গ্যাসের চলমান নির্গমন তাপমাত্রা বাড়াচ্ছে। কয়েক জন বিজ্ঞানী জানিয়েছেন, তারা তাপমাত্রার বৃদ্ধির মাত্রা দেখে হতবাক হয়েছেন।
তারা বলছেন, ২০২৩ সাল এখন রেকর্ডে সবচেয়ে উষ্ণ হওয়ার পথে রয়েছে। চলতি বছর উত্তর গোলার্ধ সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার করেছে। এই অঞ্চলে ক্রমবর্ধমান তাপমাত্রা কমার কোনও লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।
কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৪০ সালে রেকর্ড করা সবচেয়ে উষ্ণ তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে গত সেপ্টেম্বর মাস। তাপমাত্রার বৃদ্ধির এই পরিসংখ্যান দেখে বিজ্ঞানীরা রীতিমতো হতবাকই হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ গবেষক জেকে হাউসফাদার লিখেছেন, ‘একজন জলবায়ু বিজ্ঞানী হিসাবে আমার পেশাগত মতামত হচ্ছে, এই মাসটি ছিল – একেবারেই পাগল হওয়ার মতো।’
কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের উপপরিচালক ড. সামান্থা বার্গেস বলেছেন, ‘রেকর্ড গ্রীষ্মের পরে সেপ্টেম্বর মাসে পরিলক্ষিত বছরের অভূতপূর্ব তাপমাত্রা একটি অসাধারণ রেকর্ড ভেঙেছে।’