পারিবারিক দায়িত্ববোধ থেকে শিগগিরই খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানছেন, এমন ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি।
ইউনিভার্সো ভালদানো-তে এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। মেসি বলেছেন, তার মনে হয় না খুব বেশিদিন আর খেলতে পারবেন।
কখন খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন, এই প্রশ্নে মেসির জবাব, ‘আমি জানি না, এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। আর্জেন্টাইন ফুটবলে খেলবো, মাঠে নামবো, এটা ছিল একটা স্বপ্ন, শৈশব থেকে। আমি মাঠে থাকতে চেয়েছিলাম। কিন্তু আজ এটা নির্ভর করছে অনেক কিছুর ওপর।’
মেসি বলতে থাকলেন, ‘আমার পরিবার আছে, তিন সন্তান, কদিন আগেই আমার জীবনে বড় পরিবর্তন হলো, যা ছিল আমার ও আমার পুরো পরিবারের জন্য কঠিন। এখন এটা কাটিয়ে উঠেছি এবং আমরা চমৎকার আছি।’
ফুটবলের সঙ্গেই আজীবন থাকার ইচ্ছা মেসির, ‘আমি ফুটবল ভালোবাসি, ফুটবল খেলতে ভালোবাসি এবং উপভোগ করি। আমার সারা জীবনে আমি যা করেছি, সেটা হলো ফুটবল খেলা। এবং আমি নিশ্চিত পরে যা করবো, সেটাও ফুটবল সংশ্লিষ্ট। যদিও জানি না সেটা কী। আমি মনে করি না আর খুব বেশি খেলতে পারবো।’
মেসি অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, কাতারে হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। একে একে তার বন্ধুরাও অবসর নিয়ে ফেলছেন। সম্প্রতি অ্যাঞ্জেল ডি মারিয়া বিশ্বকাপ শেষে বুট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে কি এবার মেসির পালা!