মহামারি করোনার এক ডোজের টিকার অনুমোদন দিলো রাশিয়া। বৃহস্পতিবার (৬ মে) টিকাটির উন্নয়নে অর্থায়নকার প্রতিষ্ঠান দ্য রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, নতুন টিকাটির নাম দেওয়া হয়েছে স্পুতনিক লাইট। এটি করোনার সংক্রমণের বিরুদ্ধে ৭৯ দশমিক ৪ শতাংশ কার্যকর। তবে দুই ডোজের স্পুতনিক ভি ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর।
২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত স্পুতনিক লাইটের ট্রায়াল চালানো হয়েছে। টিকাটি প্রয়োগের ২৮ দিন পর এর কার্যকারিতা তথ্য সংগ্রহ করা হয়েছে।
এর আগে রাশিয়ার স্পুতনিক ভি টিকাটি ৬০টিরও বেশি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এবং যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন এর অনুমোদন দেয়নি।