করোনার নতুন সংক্রমণ নিয়ে চরম আতঙ্কে রয়েছে চীনের রাজধানী বেইজিং। গত সপ্তাহে রাজধানীর সবচেয়ে জনবহুল জেলা চাওয়াংয়ের একটি বার থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ সংক্রমণ নিয়ন্ত্রণে তিন দফা গণ পরীক্ষার ঘোষণা দিয়েছে।
নগরীর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার সানলিতুন এলাকার হেভেন সুপার মার্কেট বারে শুরু হওয়া প্রাদুর্ভাবের সাথে সম্পর্কিত ১৬৬টি সংক্রমণ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বেইজিং নগর সরকারের মুখপাত্র জু হেজিয়ান রোববার প্রেস ব্রিফিংয়ে রাজধানীর বর্তমান প্রাদুর্ভাবকে ‘হিংস্র’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, ‘আরও বিস্তারের ঝুঁকি এখনও বিদ্যমান। এই মুহুর্তে সবচেয়ে জরুরি কাজ হল ক্লাস্টারের উৎস খুঁজে বের করা এবং ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করা। বেইজিংকে অবশ্যই মহামারি সম্প্রসারণের উত্থান রোধ করতে হবে।’
আবাসিক কমিটির এক কর্মী রয়টার্সকে জানিয়েছেন, করোনা পজিটিভ হওয়ার পর চাওয়াংয়ের দুটি ভবনের শতাধিক বাসিন্দাকে কঠোর লকডাউনে রাখা হয়েছে। ভবন দুটির চারপাশে বড় করে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। আশেপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকেও লকডাউনের আওতায় রাখা হয়েছে। ভবন দুটি কাছাকাছি এলাকায় অবস্থিত প্যারাডাইজ ম্যাসাজ অ্যান্ড স্পা নামের একটি পার্লারের ভেতরে কয়েক জন গ্রাহক ও কর্মীকে আটকে রাখা হয়েছে।