গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারালেন মোট ৮ হাজার ৩৯৫ জন।
এছাড়া, গেল ২৪ ঘণ্টায় দেশে ৪৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ৭৪৩ জন। এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।