দক্ষিণ-পশ্চিম চীনে বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গুইঝো প্রদেশের একটি মহাসড়কে বাসটি উল্টে গিয়েছিল। বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল। আহত ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনাটি গুইঝো প্রদেশের কিয়ানান জেলায় ঘটেছে। এটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা।
গত জুন মাসে গুইঝো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে এক চালক নিহত হয়েছিল।