জার্মানির ফ্রাঙ্কফুর্টে ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। পরে তিনি বিভিন্ন দেশ থেকে আসা উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি এই মেলার আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন পাটমন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে জার্মানির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
জার্মানি সফরে বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে আছেন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপির) নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ ও সহকারী একান্ত সচিব হোসাইন মাহমুদ জোনাইদ।
বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ছয় দিনের সরকারি সফরে জার্মানিতে গেছেন। আগামী ৩০ জানুয়ারি দুপুরে দেশে ফিরবেন তিনি|