মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন তিনি।
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘জয়া বচ্চন কোভিড পজিটিভ হওয়ার আজ পঞ্চম দিন।’
এদিকে করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং করছিলেন জয়া বচ্চন। জানা গেছে, তিনি কোভিড পজিটিভ হওয়ার পর সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে। যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছেন, ‘কোভিডের সকল নিয়ম কানুন মানা হচ্ছে এবং করন জোহর এখনো সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন।’
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন আলিয়া ভাট ও রণবীর সিং। জয়া বচ্চন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ধর্মেন্দ্র ও শাবানা আজমি। কয়েকদিন আগে কোভিড পজিটিভ হন শাবানা আজমি।
ভারতের করোনার তৃতীয় ঢেউ বেশ ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে দেশটির সিনেমা জগতের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন তারকা কোভিড পজিটিভ হয়েছে। এছাড়া ২০২০ সালে বচ্চন পরিবারের চার সদস্য— অমিতাভ, অভিষেক, ঐশ্বরিয়া বচ্চন ও আরাধ্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।