রেজাউল ইসলাম:- টরন্টো এবং পিল রিজিওন কোভিড১৯ ফ্রেমওয়ার্কের আওতায় গ্রে রেস্ট্রিকশনের লক-ডাউনে প্রবেশ করতে যাচ্ছে বলে অন্টারিও গর্ভামেন্ট ঘোষণা দিয়েছে। সরকারের ইস্যুকৃত শুক্রবারের নতুন হালনাগাদ তথ্য অনুযায়ী আগামী মার্চ ০৮, ১২:০১ এএম এই পরিবর্তিত বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে।টরন্টো এবং পিল রিজিওন বর্তমানের বাসায় থাকার আদেশও একই দিনে উঠিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার বিকেলে এই প্রেস রিলিজে অন্টারিও গর্ভামেন্ট বলেন যে, “টরন্টো পাবলিক হেলথ এবং পিল পাবলিক হেলথ ভালো করছে কিন্তু নতুন সংক্রমণ এখনো বেশি থাকায় টরন্টো এবং পিলকে গ্রে লকডাউন ফ্রেমওয়ার্কের আওতায় থাকতে হচ্ছে।”
টরন্টো এবং পিল রিজিওনকে অন্তত দুই সপ্তাহ গ্রে লকডাউন লেভেলে থাকতে হবে এবং এই সময়ে পরিস্থিতি ক্রমাগত পর্যালোচনা করা হবে।
১)হোটেল,মোটেল,রিসোর্ট এবং ছাত্রাবাস খোলা থাকবে। যদিও সুইমিংপুল,ফিটনেস সেন্টার,মিটিং রুম এবং রিক্রিয়েশনাল বিষয়গুলি অবশ্যই বন্ধ থাকবে। নভেম্বরের ২২ তারিখের পূর্বে স্বল্প মেয়াদী রেন্টালের রির্জাভেশন গ্রহন করা হবে কিন্তু এই তারিখের পরে শুধুমাত্র হাউজিংয়ের জন্য রির্জাভেশন গ্রহন করা হবে।
২)হাউজকিপিং,নান্নি,বেবি সিটার এবং অন্যান্য গৃহস্থালীর কর্ম করা যাবে।
৩)পরিষ্কার-পরিচ্ছন্নতা,রক্ষনাবেক্ষন এবং মেরামতের কাজ এবং এই সংক্রান্ত ব্যবসা খোলা থাকবে।
৪)লাইব্রেরীতে কার্ভসাইড পিকাপ খোলা থাকবে।
৫)মিটিং এবং ইভেন্টের স্থান চাইল্ড কেয়ার,কোর্ট এবং গর্ভামেন্ট সার্ভিস,মেন্টাল হেলথ,এডিকসন সার্ভিস ইত্যাদি সর্বোচ্চ ১০ জন সাপেক্ষে খোলা রাখা যাবে। এই সব স্থানে স্যোসাল সার্ভিস চালু থাকবে।
৬) নাইট ক্লাব,ট্রিপ ক্লাবগুলির রেষ্টুরেন্টে খাবার এবং পানিয়র জন্য টেক-আউট,ড্রাইভ থ্রু চালু থাকবে। খাবার,পানিয়র ডেলিভারি সার্ভিস খোলা থাকবে।
৭)সেলুন,বারবার সপ বন্ধ থাকবে। রিয়েল স্টেট এজেন্সী খোলা থাকবে কিন্তু খোলা রাখার সময় নির্ধারিত হবে শুধুমাত্র এপোয়েন্টমেন্টের ভিত্তিতে।
৮) রেষ্টুরেন্ট,বার,ক্যাফে বন্ধ থাকবে। চলমান টেকআউট,ড্রাইভ থ্রু এবং ডেলিভারি সার্ভিস অব্যাহত থাকবে।
৯) স্কুল এবং পোস্ট সেকেন্ডারি ইন্সটিটিউট আগের স্বাস্থ্যবিধি অনুযায়ী চালু থাকবে।
১০) ইনপার্সন সপিং চলতে পারে কিন্ত সুপারমার্কেট,কনভিনিয়েন্স স্টোর,ফার্মাসী এবং অন্যান্য গ্রোসারি সপ কাস্টোমারদের ৫০% ক্যাপাসিটিতে সীমিত রেখে খোলা রাখা যাবে। অন্যান্য রিটেল এবং বিগবক্স স্টোর ২৫% ক্যাপাসিটিতে খোলা থাকবে।
১১) ইনডোর পাব্লিক ইভেন্ট এবং স্যোসাল মিলামেশা বন্ধ থাকবে। একমাত্র নিজ হাউনহোল্ডের মধ্যে মেলামেশা করা যাবে। ১০ জনের মধ্যে সীমিত রেখে শারীরিক দূরত্ব মেনে বাইরে পাব্লিক ইভেন্ট এবং স্যোসাল গ্যাদারিং করা যেতে পারে। বিয়ের অনুষ্ঠান, শেষকৃত্য এবং ধর্মিয় সার্ভিস ইনডোর এবং আউটডোর উভয় ক্ষেত্রেই ১০ জনে সীমিত রেখে শারীরিক দূরত্বের বিধি মেনে করা যাবে।