নতুনের জয়ের ইঙ্গিত মিলেছে থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে। রোববার সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, রাজনীতিতে নতুন আসা ৪২ বছর বয়সী সাবেক প্রযুক্তি নির্বাহী পিটা লিমজারোয়েনরাতের নেতৃত্বাধীন মুভ ফরোয়ার্ড পার্টি এগিয়ে আছেন।
চার বছর পর রোববার থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় পাঁচ কোটি ভোটার পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্য নির্বাচনে ভোটে অংশ নিয়েছেন।
এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতোংতার্ন সিনাওয়াত্রা। ধারণা করা হচ্ছিল, পেতোংতার্নের নেতৃত্বাধীন পুয়ে থাই পার্টি সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। তবে সামরিক শাসনের সমালোচক এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসা পিটা লিমজারোয়েনরাত তরুণদের কাছ থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই তারুণ্যকে কাজে লাগেই প্রথমবারেই তাক লাগিয়ে দিলেন পিটা।
নির্বাচনী ফলাফলে অনেক পিছিয়ে রয়েছেন ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা তৎকালীন সেনাপ্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা।