সৌদি আরবের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো ২০২২ সালের জন্য ১৬১ দশমিক ১ বিলিয়ন ডলার মুনাফা করেছে, যা প্রতিষ্ঠানটির রেকর্ড। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সুবাদে এই বিপুল অংকের লাভ করেছে প্রতিষ্ঠানটি।
এর আগের বছরের তুলনায় ২০২২ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিটির মুনাফা ৪৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। এই সুবাদে আমেরিকার এক্সনমোবিল ৫৫ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং ব্রিটেনের শেল ৩৯ দশমিক ৯ বিলিয়ন ডলার মুনাফ অর্জন করেছে।
আরামকো ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকের জন্য ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের লভ্যাংশও ঘোষণা করেছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে শেয়ার হোল্ডারদের মধ্যে এই লভ্যাংশ বিতরণ করতে হবে। এই লভ্যাংশের অধিকাংশই সৌদি আরব সরকারের কাছে যাবে, যারা কোম্পানির প্রায় ৯৫ শতাংশ শেয়ারের মালিক।
ওয়াশিংটনের আরব গাল্ফ স্টেটস ইনস্টিটিউটের রবার্ট মোগিলনিকি বলেন, ‘আরামকো ২০২২ সালে জ্বালানির উচ্চ দামের ঢেউয়ে চড়েছে। আরামকোর পক্ষে ২০২২ সালে শক্তিশালীভাবে কার্যক্রম পরিচালনা না করা কঠিন ছিল।’