রাশিয়ার বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে হামলা চালাতে শুরু করেছে।
বৃহস্পতিবার (২৬ মে) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট টাস্ক ফোর্স ফেসবুকে একথা জানিয়েছে।
টাস্ক ফোর্স জানায়, ‘রাশিয়ার বাহিনী দনবাস অঞ্চেলের দোনেটস্ক এবং লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে বোমা হামলা চালিয়েছে। এতে ৩৮টি বাড়ি এবং একটি স্কুল সহ ৪৭টি স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে। হামলার এই ঘটনায় পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।
রাশিয়া সেভেরোদোনেটস্ক এবং লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার জন্য তিন দিক থেকে আক্রমণ চালাচ্ছে। আর এ জন্য তারা এই অঞ্চলে হাজার হাজার সেনা পাঠিয়েছে। এই প্রদেশটির পতন ঘটলে তা পুরোপুরিভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে।
গত রোববার লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই জানান, রুশ বাহিনী দোনেটস নদীর উপর একটি সেতু ছাড়া বাকি সব ধ্বংস করে দিয়েছে। ফলে যে কোনো মুহূর্তে শহরটি সব ধরনের যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।