যেই সময়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনার টিকা বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পাওয়ার কথা সেই সময়ে আর পাচ্ছে না।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেক্সিমকোর মাধ্যম হয়ে রয়টার্স এই সব তথ্য জানিয়েছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি-আস্ট্রাজেনেকার যৌথ উন্নয়ন করা টিকার উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য এই টিকার ব্যাপক উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে সেরামের এই টিকার একমাত্র পরিবেশক হচ্ছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মা। বাংলাদেশ সরকারের কাছে সেরামের টিকা সরবরাহের কাজটিও করছে বেক্সিমকো। গত সপ্তাহে সরকারি পর্যায়ে সরবরাহের জন্য সিরামের ৫০ লাখ ডোজ টিকা হাতে পেয়েছিল প্রতিষ্ঠানটি। তবে এর বাইরে বেসরকারি পর্যায়ে বিক্রির জন্য সেরামের কাছে ১০ লাখ ডোজ টিকা চেয়েছিল বেক্সিমকো।
একটি নিয়ন্ত্রক নথিতে বেক্সিমকো বলেছে, ‘তবে এই প্রতিষ্ঠানকে এখন এসআইআই (সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া) জানিয়েছে, বেসরকারি পর্যায়ে বিক্রির চেয়ে সরকারের গণ টিকাদান কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন কোভাক্স উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার কারণে প্রথম দফার চালান (পাঁচ লাখ ডোজ) সরবরাহে দেরি হবে। কত দিন বিলম্ব হবে তা স্পষ্ট নয়।’