পাকিস্তানের নিন্দা জানিয়েছে ইরান। সন্ত্রাসবাদ লালনের অভিযোগ তুলে এই নিন্দা জানিয়েছে। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন জইশ আল-আদল কয়েকজ ইরানি সেনাকে অপহরণ করেছে দাবি করে এই নিন্দাবাদ ব্যক্ত করলো তেহরান।
ইরানের সঙ্গে পাকিস্তানের প্রায় ১ হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে জইশ আল-আদল সীমান্ত পেরিয়ে ইরানি এলাকায় হামলা চালিয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি পাকিস্তান সীমান্ত এলাকায় সার্জিক্যাল অভিযান চালায় ইরানের নিরাপত্তা বাহিনী। অভিযানে একটি সন্ত্রাসী সংগঠনের আস্তানা থেকে দুই ইরানি সেনাকে উদ্ধার করা হয়।
এর আগে ২০১৮ সালের অক্টোবরে জইশ আল-আদল ইরানের বিপ্লবী বাহিনীর ১২ সেনাকে অপহরণ করেছিল। এই সংগঠনটি ইরান, পাকিস্তান ও আফগানিস্তানকে বিভাজনকারী অঞ্চল সিস্তান-বেলুচিস্তানে তাদের কার্যক্রম পরিচালনা করে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মোহাম্মদ বাঘিরি বলেছেন, ‘যে কোনো কারণেই হোক পাকিস্তানে যদি সন্ত্রাসী সংগঠনগুলো প্রশিক্ষণ কেন্দ্র ও আশ্রয় অব্যাহত থাকে তাহলে জাতিসংঘের সনদ অনুযায়ী, এসব কেন্দ্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার ইরানের আছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।’