মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে।
মঙ্গলবার (১৫ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম এমন তথ্য জানিয়েছেন।
সংস্থাটির প্রধান জানিয়েছেন, যে হারে করোনার টিকা দেওয়া হচ্ছে তারচেয়ে বেশি হারে এই ভাইরাস সংক্রমণ ঘটিয়ে যাচ্ছে। শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ দরিদ্র দেশগুলিকে যত সংখ্যক টিকা দিচ্ছে তা যথেষ্ট নয়।
আধানম বলেছেন, ‘এটা অনেক বড় সহযোগিতা, তবে আমাদের আরো বেশি প্রয়োজন, দ্রুত প্রয়োজন। এই মুহূর্তে বৈশ্বিক টিকা বিতরণের হারের চেয়ে দ্রুত বিস্তার ঘটাচ্ছে ভাইরাস।’
তিনি বলেন, ‘প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে… এই গোষ্ঠীগুলোর টিকা প্রয়োজন এবং তাদের এখনই প্রয়োজন, আগামী বছরে নয়।’