ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে রয়েছেন ৬৪ বছর বয়সী ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, যিনি তার বংবং নামেই বেশি পরিচিত। মঙ্গলবার সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নির্বাচনে ৫৮ দশমিক ৭৪ শতাংশ ভোট পেয়েছেন বংবং। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্দো লেনি পেয়েছেন ২৮ দশমিক ০১ শতাংশ ভোট।
জয়ের ইঙ্গিত মেলার পর সোমবার রাতে সমর্থকদের উদ্দেশে বংবং বলেছেন, ‘এ ধরনের বড় কোনো প্রচেষ্টায় একজন ব্যক্তি জড়িত থাকে না। এতে অনেক লোক জড়িত ছিল, তার নানাভাবে কাজ করেছেন। তাদের সবাইকে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসুন আমরা ভোটের দিকে নজর রাখি, যদি আমরা উন্নতি করি, আমি আশা করি আপনাদের সহযোগিতা শেষ হয়ে যাবে না, কারণ আমাদের ভবিষ্যতে এখানে অনেক কিছু করার আছে।’
বংবংয়ের বাবা ফার্দিনান্দ ছিলেন ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক। তার মা ইমেলদা মার্কোস কুখ্যাতি কুড়িয়েছিলেন জুতার বিশাল সংগ্রহের জন্য। ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ফার্দিনান্দ।
ফিলিপাইনের সংবাদমাধ্যম র্যাপলার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী, বংবং পেয়েছেন ৩ কোটি ১০ লাখ ২১ হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্দো লেনি পেয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৭৩ ভোট।
বংবংয়ের রানিং মেট হয়েছেন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩ বছর বয়সী সারা দুতার্তে। তিনি ফিলিপিনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে। সারা পেয়েছেন ৩ কোটি ১৪ লাখ ৬৬ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্যাঙ্গিলিনান কিকো পেয়েছেন ৯২ লাখ ৯ হাজার ১৬৫ ভোট।