ভারত সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিলো। আজ সেই পুরস্কার তার ছোট কন্যা শেখ রেহানার হাত হাতে তুলে দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমঞ্চে এই পদক তুলে দেন তিনি।
এই অনুষ্ঠানে মোদি বলেছেন, ‘এটা ভারতের জন্য গর্বের বিষয় যে, আমরা শেখ মুজিবুর রহমানকে গান্ধী পুরস্কার দিয়ে সম্মান জানানোর সুযোগ পেয়েছি।’
তিনি বলেন, ‘আমি সব ভারতীয়ের পক্ষে আপনাদের সবাইকে, বাংলাদেশের সব নাগরিককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ও এর জনগণের জন্য আত্ম উৎসর্গ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।’
প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারই দুই দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।