বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন মোট ২৫ হাজার ১৪৩ জন।
২০ আগস্ট সকাল ৮টা থেকে ২১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৩ হাজার ৯৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।
শনিবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে নতুন করে সুস্থ হয়েছেন আরো ৭ হাজার ৬৬৬ জন। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৯১ শতাংশ। সুস্থতার হার ৯৩ দশমিক ০২ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।