প্রবল বৃষ্টিতে গোদাবরী নদীর পানির স্তর বাড়ার ফলে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা কবলিত তেলেঙ্গানার একাধিক জেলাও। এই অবস্থায় প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আজব মন্তব্য করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও। রোববার তিনি মন্তব্য করেন, দেশের বিভিন্ন জায়গায় একের পর এক মেঘভাঙা বৃষ্টির কারণ আসলে বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র।
তেলঙ্গানার ভদ্রচলমে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের যেমনটা বলেন কেসিআর, তাতে চমকে যান উপস্থিত অনেকেই।
তিনি বলেন, ‘এখন এক নতুন বিপর্যয় শুরু হয়েছে, যাকে বলা হচ্ছে ক্লাউডবার্স্ট বা মেঘভাঙা বৃষ্টি। অনেকে কিন্তু বলছেন এটা আসলে ষড়যন্ত্র। আমি জানি না এই কথার কতটা সত্যতা আছে।’
তবে তিনি জানতে পেরেছেন, ‘ভিনদেশের ষড়যন্ত্রকারীরা ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কয়েকটি জায়গায় মেঘভাঙা বৃষ্টির বিপর্যয় ঘটাচ্ছে। এর আগে কাশ্মীরের লাদাখে, পরে উত্তরাখণ্ডে হয়েছে। আমি খবর পাচ্ছি, এবার তারা সেই কাজ করেছে গোদাবরী অঞ্চলে।’