রেকর্ড ভাঙা তপ্ত তাপমাত্রায় চীনের রাজধানী বেইজিংয়ে এখন নতুন ফ্যাশন হচ্ছে ‘ফেসকিনি’। রোদের হাত থেকে বাঁচতে মুখ ঢেকে রাখার এই মুখোশ বা মাস্ক এখন সেখানে ব্যাপক জনপ্রিয়।
চীনের কিছু অংশে বাতাসের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে বৃদ্ধি পাওয়ায় এবং ভূ-পৃষ্ঠের তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। এসব এলাকার বাসিন্দারা এখন সঙ্গে বহনযোগ্য পাখা রাখছে এবং মুখ ঢেকে রাখছে। এমনকি কিছু টুপির সঙ্গে পাখাও যুক্ত করা হয়েছে।
ফেসকিনিতে পরিধানকারীর চোখ ও নাকের জন্য ছিদ্র রাখা হয়েছে। বাহু ঢেকে রাখার জন্য আলাদা হাতাও তৈরি করা হচ্ছে। সেইসাথে অতিবেগুনি রশ্মি প্রতিরোধী ফ্যাব্রিক দিয়ে তৈরি চওড়া-ব্রিমড টুপি ও হালকা ওজনের জ্যাকেটগুলি বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
ফেসকিনির এক বিক্রয়কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘দুই বা তিন বছর আগের মহামারির তুলনায়, এই বছর বিক্রি অনেক ভালো। এই বছর বিক্রির পরিমাণ অবশ্যই অনেক বেড়েছে।’
লি জুয়ান নামের ১৭ বছরের এক শিক্ষার্থী বলেন, ‘আমার প্রধান উদ্বেগের বিষয় হল সম্ভাব্য চর্মরোগ বা মুখে সূর্যের দাগ পড়ে যাওয়া।’