ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী শুক্রবার (৮ অক্টোবর) দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ৬১৫ জনের মৃত্যু হয়। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ৬ লাখ ৭৭ জন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কিছুদিন আগে ৭ লাখ ছাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও তাদের জনসংখ্যা ব্রাজিলের চেয়ে ৩৫ গুণ বেশি।
শুক্রবার ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮ হাজার জন। এ পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ৭৩০ জন। আর সেরে উঠেছেন ২ কোটি ৬ লাখ ৬৫ হাজার ২৭৩ জন।
২০২০ সালের মার্চে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়। আর ২০২১ সালের অক্টোবরে মৃত্যুর মিছিল ছাড়িয়ে গেল ৬ লাখ।
অবশ্য ব্রাজিলের বর্তমান করোনা পরিস্থিতি তিন মাস আগের চেয়ে ভালো। সে সময় দৈনিক গড়ে ২ হাজারের ওপরে মানুষ মারা যেত সেখানে।
চলতি বছরের জানুয়ারিতে ব্রাজিলে করোনার টিকা দেওয়া শুরু হয়। এ পর্যন্ত দেশটির ৭১.৪ শতাংশ মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন। ৪৫.৯ শতাংশ মানুষের মধ্যে পুরোপুরি ইমিউনিটি তৈরি হয়েছে।