ভারতে দিন দিন করেনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। যার মাধ্যমে বিশ্বের দ্বিতীয় জনসংখ্যার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে গত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরো ৩৪ হাজার ৯৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । মারা গেছেন ৬৮৭। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত।
এ নিয়ে এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫ হাজার ৬৩৭ জন। মারা গেছেন ২৫ হাজার ৬০৯ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৬ হাজারে৬০২ জন রোগী।
এদিকে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে বিভিন্ন স্থান থেকে তুলে নেওয়া লকডাউন আবারও কার্যকর করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যাচ্ছে। এরপরই রয়েছে তামিলনাডু, দিল্লি, কর্নাটকা, গুজরাট, উত্তর প্রদেশ এবং তেলেঙ্গানার অবস্থান।